প্রায় ১১ হাজার নিদর্শন সমৃদ্ধ বরেন্দ্র গবেষণা জাদুঘর। এর বিশালাকার এবং সমৃদ্ধ সংগ্রহের জন্য এটি দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা জাদুঘর হিসেবে স্বীকৃত।
অবস্থান:
ইতিহাস সমৃদ্ধ ঐতিহাসিক এ জাদুঘর রাজশাহী জেলার হেতম খাঁ হাসপাতালের সম্মুখে অবস্থিত। দক্ষিণ এশিয়ার অন্যতম এ প্রত্নতত্ত্ব সংগ্রহশালা শতবর্ষ ধরে বাংলার ইতিহাসের সাক্ষী হয়ে আছে।
পরিচিতি:
বাংলাদেশের প্রাচীনতম জাদুঘর হিসেবে গন্য বরেন্দ্র গবেষণা জাদুঘর ১৯১০ সালে নির্মিত হয়। প্রাচীনকালে রাজশাহী এবং নাটোর অঞ্চলের রাজাদের বিভিন্ন ব্যক্তিগত সংগ্রহ, দৈনন্দিন ব্যবহার্য, কারুকার্য খচিত বিভিন্ন সৌখিন সংগ্রহ প্রভৃতি এখানে শোভা পেয়েছে। জাদুঘরটি কেবল প্রদর্শনী ই নয়, প্রাচীন বাংলা নিয়ে বিভিন্ন বিষয়ে গবেষণা কার্যে ব্যবহৃত হয়। যে কারণে এর নাম বরেন্দ্র গবেষণা জাদুঘর। বরেন্দ্র গবেষণা জাদুঘর এর সার্বিক তত্ত্বাবধানে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।
ইতিহাস:
দিঘাপাতিয়া রাজবংশের জমিদার শরৎ কুমার রায় এর উদ্যোগে প্রথমে এ জাদুঘর এর জন্য নিদর্শন সংগ্রহ শুরু হয়। নিদর্শন সংগ্রহের জন্য শরৎ কুমার রায় বরেন্দ্র অনুসন্ধান কমিটি গঠন করেন যার প্রতিষ্টাতা সভাপতি ছিলেন শরৎ কুমার রায় নিজে, পরিচালক ছিলেন অক্ষয় কুমার মৈত্রেয় এবং সম্পাদক ছিলেন রমাপ্রসাদ চন্দ্র। প্রাথমিক অবস্থায় বিভিন্ন নিদর্শন সংগ্রহ করে তা জমা রাখা হয় শরৎ কুমার রায় এর জেষ্ঠ্য ভ্রাতা এর বাড়ির উঠোনে। পরবর্তীতে স্থান সংকুলান না হলে, নিদর্শন গুলো স্থানান্তর করা হয় রাজশাহী কেন্দ্রীয় গনগ্রন্থাগার এ। কিন্তু, প্রাচীন নিদর্শন গুলোর ক্রমবর্ধমান সংখ্যার কারণে গ্রন্থাগার এর বরাদ্দকৃত জায়গার সংকুলান না হওয়ায়, নিদর্শন গুলো সংরক্ষণ করার জন্যে পৃথক একটি ভবন সময়ের প্রয়োজন হয়ে দাড়ায়। এমতাবস্থায় শরৎ কুমার রায় নিজস্ব জমিতে, তার নিজস্ব অর্থায়নে নিদর্শন সংরক্ষণের জন্য ভিন্ন একটি ভবন নির্মাণ করেন। পরবর্তীতে নিদর্শনগুলো নবনির্মিত ভবনে স্থানান্তর করা হয় এবং নাম রাখা হয় বরেন্দ্র জাদুঘর যা আজকের বরেন্দ্র গবেষণা জাদুঘর নামে পরিচিতি লাভ করে এবং দ্রুতই দেশের গন্ডি পেড়িয়ে বিদেশে ও এ জাদুঘর এর সুনাম ছড়িয়ে পরে।
সংগ্রহশালা:
- পোড়ামাটির ফলক
- ভাস্কর্য
- ছাপযুক্ত মৌর্য
- নকশি পাথর
- বিভিন্ন প্রকার মুদ্রা যেমন- স্বর্ণমুদ্রা, রৌপ্য মুদ্রা
- বিভিন্ন দেব-দেবীর মূর্তি
- মৃৎভানু পাহাড়পুর, বিহার, মহাস্থান, সিন্ধু সভ্যতা থেকে প্রাপ্ত নিদর্শন
- প্রাচীন বিভিন্ন ফরমান ও দলিল
- দুর্লভ পুঁথি
- গুপ্ত ও পাল শাসনামলের নিদর্শন
বরেন্দ্র জাদুঘর বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠিত জাদুঘর যা বাংলার ঐতিহ্য ও ইতিহাস তুলে ধরতে এক অগ্রণী ভূমিকা পালন করেছে এবং করে চলছে। বাংলার ইতিহাস নিয়ে যারা গবেষণা করছেন তাদের অন্যতম জ্ঞান আহরণ ও গবেষণা কেন্দ্র এ জাদুঘর। এর পাশাপাশি, জ্ঞানপিপাসুদের বাংলার ইতিহাস এর সাথে পরিচিত ও প্রাচীন বাংলার অপরুপ কারুকার্যের সাথে পরিচয় করিয়ে দেয়ার ভূমিকা পালন করে যাচ্ছে বরেন্দ্র গবেষণা জাদুঘর।
Source Link1 | Link2 | Link3 | Link4 | Link5 | Link6 | Link7 | Link8