রাজশাহীর তথা পুরো বাংলাদেশেরই অন্যতম ঐতিহাসিক নিদর্শন বাঘা শাহী মসজিদ। বাংলাদেশের ৫০ টাকার নোট এবং ১০ টাকার ডাকটিকিট এ শোভা পেয়েছে বাঘা মসজিদ এর প্রতিকৃতি। পর্যটনশিল্পের অপার সম্ভাবনাময় এ মসজিদটি উপযুক্ত রক্ষনাবেক্ষণ এর অভাবে এর সৌন্দর্য হারাচ্ছে। এ অঞ্চলে ইসলাম প্রচারকারী এক সাধকের প্রতি সুলতান নাসরাত শাহ এর উপহার।
অবস্থান:
ইতিহাস বিজরিত বাঘার এ শাহী মসজিদ রাজশাহী শহর থেকে ৪৮ কিলোমিটার দুরে পদ্মার তীরে প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যের মাঝে বাঘা উপজেলায় অবস্থিত।
ইতিহাস:
বাঘার শাহী মসজিদ প্রায় ৫০০ বছরের পুরনো এক ঐতিহ্যবাহী মসজিদ যার নির্মাতা সুলতান নসরাত শাহ। হযরত শাহদৌলা যখন বাংলার উত্তর অঞ্চলে ইসলাম প্রচার করা শুরু করেন তখন সুলতান নসরাত শাহ বাঘায় একটি মসজিদ নির্মাণ করেন যা একই সাথে ছিল শাহদৌলার প্রতি সুলতানের উপহার এবং ইসলাম প্রচারের একটি সহায়ক পদক্ষেপ।
স্থাপত্য নিদর্শন:
বাঘার এ শাহী মসজিদে যে সকল স্থাপত্য শিল্পের দেখা মিলে-
- প্রায় ২৫৬ বিঘা জমির উপর বাঘা শাহী মসজিদ
- বিশালাকার দীঘি। সুবিশাল এ দীঘির প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে শীতকালে। এসময়ে সাইবেরিয়া থেকে অতিথি পাখির আগমন ঘটে যা এ স্বচ্ছ পানির দীঘির সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেয়।
- বিভিন্ন সাধক-আউলিয়ার সমাধি
- মূল দরগাহ
- হযরত শাহদৌলাহ এর মাজার
- বহু বছরের পুরনো জাদুঘর প্রভৃতি।
- পুকুরের ধ্বংসস্তুপ
- মহিলাদের প্রাচীন অন্দরমহল
- বাঘা শাহদৌলা ডিগ্রী কলেজ
- শাহদৌলার মাজারের পাশাপাশি তার ৫ জন সঙ্গীর মাজার
- ৩ গম্বুজ বিশিষ্ট ছোট মসজিদ
ঐতিহ্য এবং আধুনিকতার সংমিশ্রণে এক অভুতপূর্ব নিদর্শন এ বাঘা শাহী মসজিদ।
মসজিদ এর গঠন:
সমতল ভূমি থেকে ৮-১০ ফুট উঁচু একটি বেদির উপর নির্মিত এ মসজিদ। বাঘা শাহী মসজিদে আছে ১০ টি গম্বুজ। ৬টি স্তম্ভের উপরে দাড়িয়ে আছে এ প্রাচীন ঐতিহ্যবাহী মসজিদ। মসজিদটির অভ্যন্তরে কারুকার্যখচিত ৪টি মেহরাব আছে। ৭৫ ফুট দীর্ঘ এবং ৪২ ফুট প্রশস্ত। মসজিদ এর গম্বুজগুলো ৪২ ফুট প্রশস্ত এবং ১২ ফুট উঁচু। মসজিদটি চুন-সুরকি দিয়ে গাঁথা হয়। বাঘা শাহী মসজিদ ২৩ মিটার দীর্ঘ ও ১২ মিটার প্রশস্ত। মসজিদটির সর্বমোট প্রবেশদ্বার ৫টি। মসজিদটির গায়ে রয়েছে পোড়ামাটির কারুকার্যের পাশাপাশি পার্সিয়ান খোদাই শিল্পের বিচিত্র ব্যবহার।
বাঘার মেলা:পবিত্র ইদুল ফিতরের সময় এখানে ৩ দিনব্যাপী মেলার আয়োজন করা হয়। ভ্রমণের জন্য এ সময় উপযুক্ত। মসজিদের সূচনালগ্ন থেকে চলে আসছে এ মেলা।
সামান্য সুদৃষ্টি পেলে বাঘার এ শাহী মসজিদ হয়ে উঠতে পারে অন্যতম এক পর্যটনশিল্প। শাহী মসজিদ এবং এর সংলগ্ন এলাকার সৌন্দর্য আসলে কলমের খোঁচায় তুলে ধরা সম্ভব নয়, কেবল উপলব্ধি করাই সম্ভব!
Source: Link1 | Link2 | Link3 | Link4 | Link5 | Link6 | Link7 | Link8