শহরের টিকাপাড়া মহল্লার সীমানা শেষ হবার পর বড় রাস্তাটি পূর্বে রাণীনগর মহল্লার দিকে গেছে। এই রাণীনগর মহল্লার প্রথম মোড়টি সাধুর মোড় নামে পরিচিত। মোড়ের পূর্ব পার্শ্বে ছোট একটি মুদিখানার দোকান ছিল। এই দোকানের মালিক ছিলেন মোঃ সাধু মিয়া। দোকানের সাথেই ছিল তাঁর বাড়ী। সাধু মিয়া দোকান চালানোর পাশাপাশি এলাকার মৃত ব্যাক্তির জানাজার নামাজের ইমামতি করতেন। আবার তিনি টিকাপাড়া গোরস্থানের খাদেমও ছিলেন, খুব সরল মনের মানুষ ছিলেন তিনি। তাঁর কাজের সাথে তাঁর নামের বেশ সামঞ্জস্য ছিল। সময়ের সাথে সাথে মোড়টি বেশ জমজমাট হতে থাকে, মানুষ সাদু মিয়ার নামে মোড়টির নামকরণ করেন। তবে, নামটি সাদুর স্থানে হয় সাধুর মোড়। সাধুর মোড় থেকে পূর্ব দিকের রাস্তাটি গেছে তালাইমারীর দিকে, পশ্চিমের রাস্তাটি বটতলার মোড়ের দিকে, দক্ষিণ দিকে হাদির মোড় এবং উত্তর দিকে বালিয়া পুকুর অভিমুখে।
[সূত্রঃ শহর রাজশাহীর আদিপর্ব, মাহবুব সিদ্দিকী]